এবার বলিউডে আরেফিন শুভ ?
ভারতীয় পরিচালক সৌমিক সেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি ওয়েব সিরিজ বানাতে চাচ্ছেন এবং শোনা যাচ্ছে এই সিরিজের মেইন লিডে দেখা যাবে আরিফিন শুভকে। সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। সিরিজটি প্রডিউস করবে অর্পিতা চট্টোপাধ্যায় এবং সনি লিভে এটি রিলিজ হবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে এই সিরিজের।
ত্রিশাল হেল্প লাইন/ একে