1. trishalhelpline24@gmail.com : Trishal Helpline :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

কপিরাইট সমস্যা সমাধানে নতুন ফিচার আনলো ইউটিউব

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

কপিরাইট সমস্যা সমাধানে নতুন ফিচার আনলো ইউটিউব

বিনোদনের পাশাপাশি জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও প্লাটফর্ম ইউটিউব। প্রতিদিন বিশ্বব্যাপী কয়েকশ’ কোটি গ্রাহক এ প্ল্যাটফর্ম ব্যবহার করেন। অনেকেই আবার এই প্লাটফর্মে নিজস্ব চ্যানেল খুলে কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়। নিজেদের ভিডিওতে আবার গান ব্যবহার করে কপিরাইটের সমস্যায় পড়ে থাকেন। এতে এক সময় বাধ্য হয়েই গান মুছে দিতে হয়। কিন্তু এক সঙ্গে অনেক গান ব্যবহার করলে কপিরাইটের আওতায় থাকা গানটি মুছে ফেলা কঠিন হয়ে পড়ে। কনটেন্ট ক্রিয়েটরদের এইসব সমস্যা বিষয়টি চিন্তা করে এবার ইউটিউবে নতুন টুল আনছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্টভিত্তিক ডিজিটাল মিডিয়া, সংবাদ ও ব্লগিং সাইট ম্যাশেবল এর প্রতিবেদন থেকে জানা যায়, যেসব কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে নিজেদের চ্যানেল ভিডিওতে গান বা মিউজিক ব্যবহার করে তাদের জন্য নতুন টুল আনছে প্রতিষ্ঠানটি। নতুন এই টুল নাম হচ্ছে ‘ইরেজ সং’। এই টুলের মাধ্যমে ক্রিয়েটররা তাদের বানানো ভিডিও থেকে কপিরাইটের নিয়ম ভেঙে যেসব গান বা মিউজিক ব্যবহার করা হয়েছে তা সহজেই মুছে ফেলতে পারবেন।

 

ইউটিউব প্রধান নীল মোহন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে মাধ্যমে জানায়, নির্মাতাদের জন্য সুখবর আছে। ইউটিউবে ‘ইরেজ সং’ টুল সহজেই তাদের ভিডিও থেকে অডিও ঠিক রেখে কপিরাইট দাবি করা গান বা মিউজিক মুছে ফেলতে পারবেন।

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ত্রিশাল হেল্পলাইন