চোখের সামনে প্রাণ গেল মা-বোনের, হাসপাতালে কাতরাচ্ছে মারিয়া
হাসপাতালে ছোট বোনকে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন মারিয়া। তবে বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই নিজ চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেলো মা ও আদরের ছোট বোনের। আর আহত হয়ে হাসপাতালে ভর্তি মারিয়া।
শনিবার (৬ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের সদর উপজেলার শান্তিনগরে সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিহত মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির আনন্দপুর গ্রামের মালেশিয়া প্রবাসীর জসিম উদ্দিনের স্ত্রী লিপি আক্তার ও ৭ মাসের কন্যা শিশু আনিছা। আহত হয়েছেন লিপি আক্তারের অপর মেয়ে মারিয়া আক্তার (১২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত লিপি বেগমের বড় মেয়ে আহত মারিয়া আক্তার জানায়, মুন্সীগঞ্জ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ছোট বোন ও মাসহ ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তারপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে তার মা লিপি ও তার কোলে থাকা বোন অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যান। প্রথমে ট্রাকটি থামলেও সেটি আবার সামনের দিকে চলতে থাকলে চাকায় পিষে মৃত্যু হয় দুজনেরই।
এ ঘটনায় ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক চালককে আটক করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাক চালক তুহিন মল্লিককে (২৮) গ্রেফতার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং বিধ্বস্ত অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ত্রিশাল হেল্প লাইন/ এ কে