1. trishalhelpline24@gmail.com : Trishal Helpline :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৮ বার পঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দরপতনের পর সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে যা এক মাসের বেশি সময়ে সর্বোচ্চ স্তরে বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে গেল এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৬৪ ডলারের বেশি। এরমধ্যে শুধু শুক্রবারই (৫ জুলাই) ধাতব বস্তুটির দর বেড়েছে ৩৪ ডলার।

নিউইয়র্কভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই অং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত এক মাসে সর্বোচ্চ দরে স্বর্ণ লেনদেন হয়েছে। যেখানে গত সপ্তাহের আগেও বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ২ হাজার ৩০০ ডলারের নিচে। তবে এই দর বৃদ্ধির আগে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও কমানো হয়েছে স্বর্ণের দাম।

বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারিত রয়েছে।

তবে আন্তর্জাতিক বাজারে দামের উত্থানের ফলে দেশের বাজারেও ধাতব বস্তুটির দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সদস্য গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারেও ধাতব বস্তুটির দর সমন্বয় করা প্রয়োজন। তাই স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেবে।

ত্রিশাল হেল্প লাইন/ এ কে

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ত্রিশাল হেল্পলাইন