বোটানিক্যাল সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটি।
শনিবার (৬ জুলাই) শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৫ আগস্ট পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুলাতানুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিসরোডের গগনশিরীষ গাছ লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মো. শহিদুল আলম সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সদস্য প্রফেসর ও পরিচালক ড. সাবরিনা নাজ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও সদস্য প্রফেসর হাসানুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. মো. নাসিরুদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ প্রকৃতি ও মাটি মানুষ চ্যানেল আইয়ের প্রতিনিধিসহ পরিবেশ সচেতন মানুষ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
language-logo-en
EN
সম্পূর্ণ নিউজ সময়
বাংলাদেশ
২২ টা ৩৫ মিনিট, ৬ জুলাই ২০২৪
বোটানিক্যাল সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটি।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ছবি সংগৃহীত
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ছবি সংগৃহীত
ওয়েব ডেস্ক
২ মিনিটে পড়ুন
শনিবার (৬ জুলাই) শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৫ আগস্ট পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুলাতানুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিসরোডের গগনশিরীষ গাছ লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মো. শহিদুল আলম সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সদস্য প্রফেসর ও পরিচালক ড. সাবরিনা নাজ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও সদস্য প্রফেসর হাসানুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. মো. নাসিরুদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ প্রকৃতি ও মাটি মানুষ চ্যানেল আইয়ের প্রতিনিধিসহ পরিবেশ সচেতন মানুষ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: বোটানিক্যাল সোসাইটির পরিবেশ বিষয়ক অনলাইন সেমিনার অনুষ্ঠিত
দেশীয় ফলজবৃক্ষসহ শোভাবর্ধনকারী পুষ্পিত বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি দেশব্যাপী চলমান থাকবে।
আয়োজকরা আশা পোষণ করেন যে, পরিবেশ সচেতন সব নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ভিদবিজ্ঞানীদের দেশব্যাপী গৃহীত এ কর্মসূচি ইকোসিস্টেমে রিস্টোরেশন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ এ কর্মসূচিতে দেশীয় প্রজাতি বৃক্ষসহ দ্রুত বর্ধনশীল গাছ হিসেবে বাঁশ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা ৫০, যা ভারতের চেয়ে বেশি। বৃক্ষরোপণের এ উদ্যোগ সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে বলে মনে করে আয়োজক সংগঠন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এডহক কমিটি ।
ত্রিশাল হেল্প লাইন/ এ কে